Notification texts go here Contact Us Buy Now!

Surah Hashr Last Three Ayat

Surah Al-Hashar is the 59th Surah of the Holy Quran. There are many virtues in reading the last three verses of Surah Hashar. attaheyat.blogspot.com
4 qul (cahr qul) | powerful Surahs of the Holy Quran.
Surah Hashar or Surah Al-Hashar is the 59th Surah of the Holy Quran. This Surah was revealed in Mecca. Surah Hashar has 24 verses. And the number of ruku is three. The word hashar means to assemble, gather, etc.

There are many virtues in reading the last three verses of Surah Hashar in the morning and evening. In a hadith narrated by Makal bin Yasar (RA) 

Rasulullah (SAW) said, 'Whoever recites "Auzubillahhis Samiil Alimi Minash Shaitanir Razeem" three times in the morning. Then recite the last three verses of Surah Hashar. Allah Almighty appoints 70 thousand angels for that person; Those who continue to pray for forgiveness for that person until the evening. And if the man dies during this period, then he will be martyred. And whoever reads it in the evening, then he has the same status.' (Sunan Tirmidhi, Hadith : 3090; Abu Dawud, Hadith : 2922; Musnad Ahmad, Hadith : 19795; Kanjul Ummal, Hadith : 3597) 
 
 

আলহাশর পবিত্র কুরআনের ৫৯ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ। মোট আয়াত ২৪টি। দ্বিতীয় আয়াতের হাশর শব্দ থেকে সূরাটির নামকরণ। এর অপর নাম হলো সূরা বনু নাজির। হজরত সাঈদ ইবনে জুবাইর (রা.) বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) কে বললাম এটি হাশর। তিনি বললেন একে বনু নাজির বলো কেননা সূরায় মদিনা থেকে বনু নাজির গোত্র বহিষ্কারের ঘটনা বর্ণিত হয়েছে। বর্ণিত সূরায় অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহতায়ালার গুণাবলি মুসলমান কর্তৃক বিজিত অঞ্চলে সম্পদ বণ্টন মুনাফেকদের আচারআচরণ তাওহিদের আলোচনা স্থান পেয়েছে।

 

সূরা হাশরের শানে নুজুল ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা : মদিনা থেকে দুই মাইল দূরে বনু নাজিরের বসবাস। তারা নবী করিম (সা.) এর সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। অবস্থায় নবী করিম (সা.) তাদের মহল্লায় গেলে তারা তাঁকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহতাআলা ওহির মাধ্যমে তাঁকে বিষয়ে জানানো হলে তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেন তোমরা চুক্তি ভঙ্গ করেছ। তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হলো। এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদন্ড দেওয়া হবে। সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত গুরুত্ব অপরিসীম। এতে মহান আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি গুণবাচক নাম উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তার সুন্দর সুন্দর নাম এই তিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তাই সকালসন্ধায় এই তিন আয়াত পাঠ করলে অনেক সওয়াব কল্যাণ অর্জন করা যায়।

 

মুনাফিক সরদারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না। নবী করিম (সা.) চতুর্থ হিজরির রবিউল আউয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন। নিরুপায় হয়ে তারা নতিস্বীকার করলে নবী করিম (সা.) আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশত্যাগ করল। কেউ চলে গেল খাইবার উপত্যকায় কেউ সিরিয়ায়। সুরাটির শেষ তিন আয়াতে আছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়। (সুরা হাশর)

 

সুরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ : হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবী ওয়াশ শাহাদাদি হুয়ার রাহমানুর রাহিম। হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। ছুবহানাল্লাহি আম্মা য়ুশরিকুন। হুআল্লাহুল খালিকুল বারিউল মুছাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউছাব্বিহু লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ ; ওয়া হুয়াল আজিজুল হাকিম।

 

সুরা হাশরের শেষ তিন আয়াতের অর্থ : তিনি আল্লাহ তিনি ছাড়াা কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময় পরম দয়াময়। তিনিই আল্লাহ্‌, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তাবিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ্তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ্‌, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তাঁরই। আকাশ পৃথিবীতে যাকিছু আছে সমস্তই তাঁর পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। (সুরা হাশর : আয়াত : ২২ থেকে ২৪)

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। মাকাল বিন ইয়াসার (রা,) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল বেলা তিনবার আউজুবিল্লাহিস সামীয়িল আলিমি মিনাশ শাইতানির রাজীম পড়বে। এরপর সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে।

 

আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন; যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহিদের মৃত্যু লাভ করবে।

 

আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯০; আবু দাউদ, হাদিস : ২৯২২; মুসনাদ আহমদ, হাদিস : ১৯৭৯৫; কানজুল উম্মাল, হাদিস : ৩৫৯৭)

 

আশা করি উপরিউক্ত আলোচনা থেকে সুরা হাশর এর শেষ তিন আয়াত এর ফজিলত সম্পর্কে আপনি পরিষ্কর ধারণা লাভ করেছেন। ছাড়াও সুরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ এবং অর্থ সম্পর্কেও জানতে পেরেছেন।

 

আল্লাহ আমাদের সকলকে সকাল বিকাল সুরা হাশর পথ করে এর ফজিলত লাভের তৌফিক দেন করুক। আমিন।

 
 
 
 
 

About the Author

4 qul (cahr qul) | powerful Surahs of the Holy Quran.
The 4 qul (cahr qul) are known as the short yet powerful Surahs of the Holy Quran. Reciting 4 qul (char qul) regularly protects against black magic, evil eye, polytheism, and Satan. Surah Al Kafirun and Surah Al Ikhlas protect against Shirk which is…

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.